বিল্ডিং এর কলাম ঢালাই
করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়।
আপনি লাখ টাকা খরচ
কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন কিন্তু কিছু দিন পরে দেখতেছেন আপনার মাথার উপরে
যে ছাদ টা আছে তার
বিতর থেকে পানি পড়ছে। এতো কষ্টের টাকা দিয়ে যখন বাড়ি টা তৈরি করলেন আর ৫ বছর
না যেতে এই অবস্থা।
তখন হয় তো আপনার কাছে ভালো লাগবে না।
তখন আপনার মনে হবে
যে আপনি যে ইঞ্জিনিয়ার এর মাধ্যমে কাজ টা করিছেন সে হয় তো কিছু ভুল করসে,
এই রকম
অনেক কিছু আপানর মনে
আসতে পারে।
তাই এই সব কাজ করার
সময় নিজে থেকে কাজ গুলা দেখে নিবেন এবং বুঝে নিবেন।
# আপনি যদি আপনার বাড়ি
তৈরি/ডিজাইন করার জন্য কোন ইঞ্জিনিয়ার নিয়োগ করেন/করার চিন্তা কোরে থাকেন তা হলে
তাকে নিয়োগ এর পূর্বে
সে কাজ পারে কিনা এই সব ব্যাপার জেনে সুনে তার পরে তাকে কাজ করানোর জন্য নিবেন।
আপনার স্বপ্নের বাড়ির
কলাম ঢালাই করার পূর্বে যে বেপার গুলা আপনাকে লক্ষ রাখতে হবেঃ
আমি ডালাই এর পূর্বে
কি কি কাজ করা লাগবে সেই ব্যাপার গুলা একটি ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করসি।
বিল্ডিং এর কলাম ঢালাই
এর ক্ষেত্রে দেখা কলাম সম্পূর্ণ ঢালাই না করে ৫' করে ঢালাই করা হয়।
কেন করা হয় তার কি
প্রয়োজনীয়তা আপনাদের কাছে তুলে ধরা হল।
কলাম এর পাশে ক্লিয়ার
কভার হয় সাধারণত ১.৫" আর এই কভারিং যদি ঠিক ভাবে না রাখা হয়
তাহলে কলামের রডে
মরিচা আক্রমন করতে পারে যা কলামের জন্য অত্যন্ত ক্ষতিকর।
আর এই ক্লিয়ার কভার
তখনই ঠিক ভাবে রাখা সম্ভব যকন কলামকে ছোটপরিসরে
অর্থাৎ ৫'
করে ঢালাই করা হবে। এছাড়াও
কলামের উলস্ব মাপ ঠিক রাকার জন্য ৫' করে ঢালাই করা হয়,,,,
Email: abirahapzu.bd@gmail.com
twitter: https://www.twitter.com/abirahapzu
facebook: https://www.facebook.com/abirahapzu
Comments
Post a Comment